ভনিতা করতে করতেই বিকেল পড়ে এলো ।
একমাত্র গনগনে রোদ্দুর
আমৃত্যু মিছিলের সঙ্গী ছিলো ।
সংসপ্তক শপথ
গন্তব্যে পৌঁছোতে পারে নি ,
মাঝপথে ছত্রভঙ্গ হয়েছে !
এ শুধু মিছিল- ব্যারিকেডের ব্যর্থতা নয় ।
আদতে গুণাতীত গন্তব্যে আমরা
কখনও পৌঁছোতে পারি না ।
আপাত সাফল্যের বিজ্ঞাপিত মুখে
ক্রমে ক্রমে মরচে ধরে অতৃপ্তির মৌল বিকারে !
ভাবি এই তো পেয়েছি জয় মুঠির ভেতর ।
মস্তিকের জিওল জালিকায়
কয়েক পলের ধর্মঘট হলে ,
শুয়ে থাকি ইতিহাসে কাটা সৈনিক !
তবুও সমস্যা- মন্থনের নেশায়
আন্দোলিত হতে হতে ,
দিগন্তের বটের শেকড়ে
ক্রমাগত ঝুরি হয়ে উঠি আর নামি !