উদযাপন করে মানছি সবাই প্রজাতন্ত্র দিবস
প্রজাতন্ত্রে প্রজার কথা কেউ কি রাখে খোঁজ!
প্রজাতন্ত্রের পঁচাত্তরেও চলছে দেশে শোষণ
হতাশায় ভরা প্রজাবৃন্দ ধুঁকছে চুপে রোজ।
আধপেটা অভুক্ত মানুষ কত রাস্তায় করে বাস
বৈষম্য দ্বেষের চরম রূপ দেখি সমাজ মাঝ,
স্বার্থান্বেষী মানুষ হায় সুযোগ সন্ধানী যত
দেশের দশের সম্পদ লুটে ,করছে বেজায় রাজ।
গণতন্ত্র আজ ধুলিসাৎ, নেইকো প্রজার মান
নেতার বুলি উন্নয়নের, নেপোয় মারে দই,
শাসক এখন নানান ছলে চালায় শোষণ রেশ
মিথ্যা বোঝাই প্রতিশ্রুতি শুনে তৃপ্ত রই।
হলুদ ফুলের মহড়ায় হয় পতাকা উত্তোলন
নেতার ভিড় আর জয়ধ্বনি, মহান কত ভাষণ,
লোক দেখানো আড়ম্বরে মহানুভব সাজা
মিথ্যাচারে তুষ্টিকরণ, বিশৃঙ্খল শাষণ।
প্রজার ভোটেই শাসকের রাজ, তবু দুঃখ প্রজার
স্বৈরাচারী বিবেকহীন নীতির আধিপত্য,
বেকার কত শত যুবক ধুঁকছে অসহায়
শাসকের তায় নেই হেলদোল,আখের গোছাতে মত্ত।