এ কেমন সকাল, এখনও অন্ধকার !
আলোর গতিও এখানে মেনেছে হার ।
তরবারির নিকট নিরবতা পরাজিত ।
রক্ত চক্ষুতে অসহায় ভীত ।
তুমি ভুল মানুষের দিকে হাত বাড়ালে ।
প্রতিশ্রুতি লুকিয়ে আছে, ছলনার আড়ালে ।
খুব সাবধান, পা ফেলো বুঝে শুনে ।
ওরা বিষ ভরে দিয়েছে ভ্রূণে ।
পৃথিবীকে করিতে শুদ্ধ ,
এখনই প্রয়োজন ধর্মযুদ্ধ ।
কিন্তু সতের পক্ষে যোদ্ধা কোথায় ।
আয়ুর মোহে, সবাই এখন লুকাতে চায় ।
মানুষের নিরবতায় এবং পাপের অট্টহাসিতে ,
মেঘে ঢাকা আলো, চায় না হেথায় আসিতে ।
স্বার্থের প্রলোভনে, অভিমান নিয়ে মনে ।
কেঁদে মরে আলো, নির্জনে গোপনে ।