শরৎ এলে দেখতে পাই যে
মেঘেরা রয় খেলাতে,
বলাকাদল নীলাকাশে
ওড়ে খুশির ভেলাতে।
এবার দেখি শরৎ এলো
কালো মেঘের ওড়না গায়,
বৃষ্টিধারা দেয় ভাসিয়ে
দিশেহারা সবাই তায়।
কোথায় গেল শাপলা শালুক
সুবাস ভরা শিউলি ফুল?
যায়না দেখা কাশের দোলা
জলে ভরা নদীর কূল!
অঝোর ধারায় মাঠ ভেসে যায়
চিরচেনা শরৎ কই,
আয়রে শরৎ খুশির সাজে
বিষণ্ণতায় কাঁদছে ভুঁই।
চিরচেনা হর্ষ মুখর
শরৎ ছড়াক শিউলি ঘ্রাণ,
আগমনীর সুরে তানে
উঠুক মেতে সবার প্রাণ।