ঝড়টা একদিন হঠাৎ করেই এসেছিল।
সেদিন থেকে বয়ে চলেছে অবিরাম.!
থামার লেশ মাত্র নেই।
প্রচন্ড ভয়ঙ্কর ধ্বংস নিনাদ,
যেন সব কিছু ধ্বংস করে দেবে একমুহুর্তে।
জানি না কতদিন ধরে এই ধ্বংস লীলা।
তবে কি সব শেষ হয়ে যাবে,
কিছুই কি রক্ষা করা যাবে না..!
ঈশ্বর নিশ্চুপ;
বেশ মজাতেই আছেন উনি,
চুপচাপ ধ্বংস লীলা দেখে চলেছেন।
ঠিক কোন্ অপরাধে মুখ ফিরিয়ে রেখেছেন এখনও জানা হলো না..!
অপরাধ চরম সীমায় পৌঁছালে তবে হয়তো উনি
এই রকমধ্বংস লীলা আমোদ করে উপভোগ করেন।
তাই উনি আমোদে মত্ত।
এক মুহূর্তের ঝড়ে তো এক মুহূর্তই অন্ধকারে ঢেকে থাকে,
কিন্তু এ যে দীর্ঘদিন ধরে চলতে থাকা ঝড়।
শুধু আশায় থাকা হয়তো ঝড় থামবে একদিন,
শান্ত হবে সবকিছু,
কিন্তু না, অন্ধকার যে ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে।
হয়তো আরও গাঢ় হবে।