ঋতুরাজ এলে মন পাখা মেলে
হৃদয়ে পুলকে মাখি,
মলয় পরশে মনের হরষে
চারপাশে মেলি আঁখি।
অলি প্রজাপতি খুশি খুশি অতি
কুসুম বিতানে নাচে,
গুনগুন গানে মেতে মধু পানে
সোহাগী আবেশে আঁচে।
পলাশ শিমুলে হাসে মুখ তুলে
লালে লালে ওঠে ভরে,
বিটপের শাখে কত পাখি ঝাঁকে
সাধে গলা মধু স্বরে।
আম্রকাননে হাসি খুশি মনে
ছোটাছুটি করে খেলা,
ছেলেমেয়ে সবে মহা কলরবে
কাটায় বিকেল বেলা।
ওহে ঋতুরাজ ধরো সেরা সাজ
রূপেতে ধরনী ভাসে,
বসন্তী রঙে অপরূপ ঢঙে
জীবন সুখেতে হাসে।