শরীরে ধরছে অসংখ্য ফাটল
বাদুড়ের মত ঝুলছে আয়ুমানচিত্র
কতকিছু ই তো লোকে করে
সমস্ত ফাঁস আলগা হয়ে পড়ে
জীর্ণ ময়লা হয় আত্মা
জ্যোৎস্না তো চাঁদের রোদ্দুর
একদিন এসে পৌঁছায়
শশ্মান নামে প্রেমিকার মাঠে
বাতাস কুলকুল নদী
ঊচ্ছিষ্ঠ চিতার কাঠকয়লা
গান শুনায়
ভবপারের,আদও আছে
খুচরো কঙ্কালদের রহস্য হাসি
প্রতিফলনের আয়না
সাদাকালো ছাইভস্মে আমারই মেরুদণ্ডের কারবট নেওয়ার শব্দ
হাওয়াতে অপূর্ব মৃত্যুর উল্লাস