যত সাদা কালো পৃষ্ঠা
আমার ভিতরে আছে
সেগুলো ছিঁড়ে তারাদের
গায়ে সেঁটে দিয়ে
জমানো রঙিন জামার
কলারে রঙ্গিন আলোর
উৎসবের আস্ত বিবরণ,
উৎসবের প্রধান অতিথির
হাতে তুলে দেয়া হবে
একটি বৃদ্ধ যুবক তারার
মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট।
সভার শেষে সুস্বাদু
খাবারের সাথে
পরিবেশন করা হবে
সেই তারার আত্মহত্যা
বিষয়ক মুখরোচক গল্প।
আমার জীর্ণ দেয়ালের
প্লাস্টার খসে পড়ে
উৎসবে তাদেরও
ছুটি প্রয়োজন,
আমি বেগুনি তারাদের
কসম খেয়ে বলি-
অনুযোগ বিহীন আমার
এই এক আত্মহত্যা !
নিজের সাথে প্রহসনের
এক চূড়ান্ত সিদ্ধান্ত!