ঊষার উদয়ে
উল্লসিত উর্বী,
উদ্যানে উদ্যানে
উৎফুল্ল উৎপলের উপঢৌকন !
উহাতে উপনীত
উচ্ছলযৌবনা উর্বশী !
উচাটন উরসে
উত্তাল উদধির উল্লোল !
উমেদ-উৎকলিকা উন্মীলিত ।
উৎফুল্ল উরসে !
[ শব্দার্থঃ- উর্বী-পৃথিবী,উরস-হৃদয়, উদধি-সাগর, উমেদ-আশা ]
ঊষার উদয়ে
উল্লসিত উর্বী,
উদ্যানে উদ্যানে
উৎফুল্ল উৎপলের উপঢৌকন !
উহাতে উপনীত
উচ্ছলযৌবনা উর্বশী !
উচাটন উরসে
উত্তাল উদধির উল্লোল !
উমেদ-উৎকলিকা উন্মীলিত ।
উৎফুল্ল উরসে !
[ শব্দার্থঃ- উর্বী-পৃথিবী,উরস-হৃদয়, উদধি-সাগর, উমেদ-আশা ]