বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ
কেউ খুনি, মস্তান,কলম,বন্দুক নিয়ে জন্মায় না–
কারর প্রাচুর্যে লয় কেউ অনাহারে ধ্বংস
কেউ ছিয়াত্তরের মণ্বন্তরের কারণ আর কেউ মণ্বন্তরের ফল
ভাবতে হবে বুঝতে হবে কেন মানুষের মধ্যে বিচিত্রতা-
অসি মসী নিয়ে ঠান্ডা গরম যুদ্ধকরে লাভ কি!!!!
হাসতে হাসতে সবাই এগিয়েই চলি।
উষ্ণায়নের জন্য পাগলামী বেড়ে গেছে প্রতিটি মানুষের মধ্যে,
বাকসংযমতা বড় অভাব দেখি–
অযথায় সবার মধ্যে উত্তেজনার প্রকাশ!
অলিন্দ নিলয় প্রতিটি প্রকোষ্ঠে দূষিত বায়ু
তাইতে অকালে সব ফুল ঝরে যাচ্ছে কেমন!
কলমের কালি কিছু পেতে নয় দিতে শিখুক
হায়রে হোমো সেপিয়েন্স ভেঙে টুকরো হয়ে গেলে!
মান ও হুঁশ নিশাদলের মতো উবে যায় কেন!
সত্য সেলুকস কি বিচিত্র দেশ!!!!
*বিজয় ঘোষণা করে বলি বিচিত্র মানুষের *মধুর প্রয়োজন।