সেই ঘুমিয়েছি কবে
কোটি বছর আগের পাতা ঝড়ার রাতে
জানিনা কবে ভাঙবে ঘুম
কালো সাপের মতো
মায়াবী রাত-
নেশা কাটিয়ে
একটা কাপের ভেতর থেকে
গরম ভোর বেরিয়ে আসলেই
চুমুক দেবো
সেই ঘুমিয়েছি কবে
কোটি বছর আগের পাতা ঝড়ার রাতে
জানিনা কবে ভাঙবে ঘুম
কালো সাপের মতো
মায়াবী রাত-
নেশা কাটিয়ে
একটা কাপের ভেতর থেকে
গরম ভোর বেরিয়ে আসলেই
চুমুক দেবো