কেন এতো হানাহানি এতো রক্তপাত,
পৃথিবীতে লোক বুঝি হয়েছে উন্মাদ!
ডেকে নিয়ে খুন করে,অঝোরে রক্ত ঝরে,
কাজদেবে প্রলোভনে ধর্ষণ করে সারারাত!
কোথাও একটু বেশী কোথাও বা কম,
বোমাবাজি অগ্নিসংযোগ চলে হরদম!
হাসপাতাল স্কুল আর প্রবৃদ্ধ আবাস,
বুলেটে ঝাঁঝরা আজ দেশ আর সমাজ!
কার লাভ, কার লোভ লকলক করে,
মাথায় ন্যাৎসী পোকা কিলবিল করে!
মানুষই মানুষ মারে সব রসাতল,
সুতীব্র দহন জ্বালা তীব্র হলাহল!
কে কাকে তোয়াক্কা করে, পরোয়া বা কার,
সব টিকি বাঁধা আছে স্বার্থের আকার!
প্রতিবাদ প্রতিরোধ নিষ্ফল এবার,
জোর যার মুলুক তার মানব অধিকার!
অশান্ত পৃথিবী ফেলে কতো দীর্ঘশ্বাস,
মহামারি, বন্যা,খরা, অসহ্য উত্তাপ!
প্রকৃতির প্রতিশোধ আর রুদ্র রোষ,
রুদ্র বেশে রুদ্র তেজে বাড়ে মনস্তাপ!
এসো শান্ত স্নিগ্ধ করো জুড়াও এ জ্বালা,
বন্ধ করো উন্মাদের নিদারুণ খেলা,
স্তব্ধ করে দাও প্রভু হে ক্ষমাসুন্দর,
শান্ত স্নিগ্ধ করো ধরা দয়ার সাগর।।