অর্শরোগে রেহাই পেতে
করলা খুব ভালো,
কাঁকরোল, ঢেঁড়স, কাঁচা কলা
গুণে মানে আলো।
সজনে পাতা চিবিয়ে খেলে
বায়ুর প্রভাব কমে,
নিমের রসে রক্তে জেনো
শর্করা রয় দমে।
শিউলি পাতা,তুলসী পাতায়
লিভার থাকে সুস্থ
কচু শাকে রক্ত বাড়ে
স্বাদ যে বাড়ায় পুস্ত।
আমলকীটা আচার কিংবা
নিত্য খেলে পড়ে,
অরুচি বোধ ঘুচে গেলে
খাবে পেটটা ভরে।
পেটের ব্যামোয় খেলে পরে
রিফিউজি পাতার সুক্তো,
হেলেঞ্চা আর আগিজালেও
হবেই রোগে মুক্ত।