দগ্ধ এ ভুবন যন্ত্রণাক্লিষ্ট যাপন তাই সহন করছি দহন,
কবে দেখেছি স্বপন জ্বলন নিবৃত্তিতে হাসবে জীবন দর্পণ,
তাপিত ছিল এই ভবন,স্তব্ধ সমীরণ আমার বচন করেনি শ্রবণ;
আজ প্রকৃতির পেয়ে আমন্ত্রণ বর্ধিত মেঘের সঞ্চালন এলো বরিষণ।
মোহন রূপে সেজেছে বন কদম কেশরের সু্বাসেই পরিবর্তন,
এবার স্নিগ্ধ ভূবন দেখেই মন মগন চক্ষুদ্বয় করি উন্মোচন-
অপরূপ প্রকৃতির ভূষণ ও অলঙ্করণ যায় না ভাষায় কহন;
বাদলা আবহে উৎসুক মন করতে ভ্রমণ আজ বর্ষার যে উদ্বোধন।
অন্তরের পেয়ে সমর্থন করলাম অঙ্কন সাঁঝবেলার দীপায়ন;
গোপন করেই করবো গমন বর্ষার জল করে ধারণ হবে নিরন্তর চলন।।