মনের স্রোত বন্ধ বলেই
পাতাগুলো তুমুল সাদা
স্বাদ কোরক এভাবেই
আত্মহত্যা করে
যত দূর চোখ যায়
পায়ের দরজায়
লতিয়ে উঠেছে ফার্ন
ডানা ছেড়া স্বপ্নেরা-
ভাঙা একতারা
শাওয়ারের জলে
দিনের রাতগুলো
ধুয়ে দিতে চেষ্টা করি
একে একে ঘুম ভাঙে
অলংকারের (সা রে গা মা পা)
অতঃপর
সূর্যের উদ্বোধন