নব সনে নব ধরা দেখতে চাই,
সুস্থ মহী ব্যাধি হিংসা বিদ্বেষ নাই।
মনের সকল দুঃখ ব্যথা ভুলতে চাই
মনের গ্লানি মুছে নব জীবন পাই।
সবারই সুখে দুঃখে থাকি মনের আশ
দূরীভূত হয় মনের ষড় রিপুর বাস।
নব সনে নব ধরা দেখতে চাই,
সুস্থ মহী ব্যাধি হিংসা বিদ্বেষ নাই।
মনের সকল দুঃখ ব্যথা ভুলতে চাই
মনের গ্লানি মুছে নব জীবন পাই।
সবারই সুখে দুঃখে থাকি মনের আশ
দূরীভূত হয় মনের ষড় রিপুর বাস।