তখনো আসে নি ঝড়, ঝড়ের সংলাপে
এলোমেলোর চোখ রাঙানীও দূর-বহুদূরে।
শান্তির তপোবনে প্রশান্তির ছায়াও মিশেছে
রক্তের প্রতি কণায়।
ঝটিকা সফরে অভূতপূর্ব ঘটনায় অঘটন
অশুভ হাতখানি সহসা বাড়ায়!
নয়ছয় সুস্থতায় যেন শ্বাসকষ্ট প্রতিপদে
জড়ায় দৃঢ় জঞ্জির।
উত্তরণের আশায় তখুনি হুঁশের টনক নড়ে
প্রতিদিন প্রতিক্ষণে।
চড়াই-উৎরাই জীবনের স্বভাব-চলনে
দণ্ডমুণ্ডের যেন অভিভাবক-
অনুভবে তাই আনন্দ-হিল্লোল হোক্ বহমান।
সত্যতায় দুঃখগুলোর জয়োল্লাসে উঠি মেতে
তুড়ি মেরে বিষাদকে!