উজ্জ্বল রৌদ্রে জীবন উজল
শস্য শ্যামলে ভরা,
আতপ জ্যোতিতে ছড়ায় আলো
ধন্য হয়েছে ধরা।
উজ্জ্বল ভবিষ্যৎ দেশকে গড়ে
কৃষিকর্মের সফলতা ধরে,
কৃচ্ছসাধন করে ছাত্র লেখাপড়ায়
উজ্জ্বল সফলতা তরে।
উজ্জ্বল রৌদ্রে জীবন উজল
শস্য শ্যামলে ভরা,
আতপ জ্যোতিতে ছড়ায় আলো
ধন্য হয়েছে ধরা।
উজ্জ্বল ভবিষ্যৎ দেশকে গড়ে
কৃষিকর্মের সফলতা ধরে,
কৃচ্ছসাধন করে ছাত্র লেখাপড়ায়
উজ্জ্বল সফলতা তরে।