বর্তমান সময় ভাগ্য চাকায়
ভুগছে দেশ হীনমণ্যতায়
চলছে জীবন আধুনিকতায়
মানবজীবন বড় অসহায়।
বুঝে কি না বুঝে পাড়ায় পাড়ায়
বাজিয়ে স্বাধীনতার গান
আকাশের বুকে পতাকা উড়ায়
জানিয়ে শহীদ সম্মান।
পেয়েছে একটা ছুটির দিন
আনন্দে সবাই তাধিন ধিন
চলছে ক্লাবে পিকনিক
উড়ছে পতাকা দিগ্বিদিক।
দেশের স্বাধীনতায় ছাড়ে সংসার
খায় সায়ানাইড প্রীতিলতা ওয়েদ্দার
হয়ে গুলিবিদ্ধ সাহসীকতা বীরত্ব
মাতঙ্গিনী হয় গাঁধিবুড়ি নামে খ্যাত।
আত্মত্যাগে স্বাধীনোত্তর ভারতের বুকে
উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপিনী প্রত্যেকে
ভারতের স্বাধীনতায় দিয়ে নিজ প্রাণ
নারীরা রেখেছে সাহসীকতার প্রমাণ।