বিদ্যাসাগর আমাদের হৃদয়ে,
বাংলা শব্দের প্রতিটি অক্ষরে
মায়ের প্রতি ভালোবাসার নাম
কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের নাম,
মাথা উঁচু করে পথ চলার নাম,
বিদ্যাসাগর ,বিদ্যাসাগর ।
নারী জাতির শিক্ষার ,সুচেতনায় দীক্ষার,
জ্ঞানের আলোয় আলোকিত পথে এগিয়ে যাওয়ায় পুলকিত ,
মানুষের মিছিলে উজ্জল পতাকার নাম বিদ্যাসাগর, বিদ্যাসাগর ।
করুনার ,ভালোবাসার, আপোস না করার শিক্ষার
তুলনা নেই যার ,একটাই নাম তার,বিদ্যাসাগর ,বিদ্যাসাগর ।