সমুন্নত মস্তক ছিল স্পর্ধিত উচ্চ তায়
সত্যই ঈশ্বর তুমি উদার মহান,
পরাধীনতার মাঝে ছিল স্বাধীন চেতনা।
অক্লান্ত পরিশ্রম আর কর্তব্য পালনে
তোমার কঠিন পণ,অদম্য জেদে তাই আলোর সাধনা।
কঠোর-যাপন কর্মে দৃঢ় অচঞ্চল,
দায়বদ্ধতায় দৃঢ় আর কর্তব্য পালনে।
অকাল বৈধব্য দুঃখে র্কেঁদেছে হৃদয় । ঘুচাতে সে আঁধার
নিয়েছ কঠোর ব্রত অসীম মায়ায়।
আলোকবর্তিকা হয়ে আলো দিলে জ্বেলে।
বর্ণ পরিচয়ে জ্বেলেছো সে আলো ঘর হতে ঘরে,
নারীর শিক্ষালয় সেও তো তোমারি দান,
আলোর উদ্ভাসে আজ ভরেছে আকাশ , আশ্চর্য প্রেরণা যেন মহীরুহ সম!
প্রাণের ঈশ্বর তুমি, লহ হে প্রণাম!