ঈদের দিনে ঈদ মাহাত্ম্য
নাও না সবাই জেনে,
ঈদ মানে যে আত্মশুদ্ধি
মুমিনে নেয় মেনে।
সৎ ভাবনা আর সৎ চিন্তাতে
রিপু দমন থাকে,
বিবেক বুদ্ধির আলোক বোধে
মনকে বশে রাখে।
ঈদ মানেই যে সবার খুশি
শুধু নিজের নহে,
গরীব মানুষ থাকলে দুখী
রবের হৃদয় দহে।
ঈদ মানে যে মিলন মেলা
হিংসা বিদ্বেষ দূরে,
রোজা রেখে নামাজ পড়বে
মনটা যাবে জুড়ে।
ঈদ মাহাত্ম্য ত্যাগের শিক্ষা
অহং বোধটা ছাড়ো,
যাকাত দাও না গরিব জনে
যে যেমনটি পারো।