অলিখিত ভাবনা বৃত্তের শব্দছক
এক হিমালয় হিমাঙ্ক বরফে
চাপা দিয়ে রেখেছি ,
সময়ের উত্তাপে গলে গলে
একদিন উত্তর আধুনিক ব্যাটে
শূন্য বাউন্ডারিতে গিয়ে পড়বে বলে’ ।
আপাতত ,
দু’ হাজার চব্বিশের অসমান পাকস্থলীর
পুষ্টি জোগাড়ে ব্যস্ত আছি ।
যাঁরা ইতিমধ্যে পা রেখেছেন
দু’ হাজার পঁচাত্তরের বেস ক্যাম্পে ,
তাঁদের জন্য আগাম শৃঙ্গ বিজয়ের পতাকা পাঠালাম ।
আপনারা ইথার নৈশযানে বসে
ব্রাউনিয়ান মুভমেন্ট মেপে মেপে
শব্দের সমীকরণ আবিষ্কার করার চেষ্টা করুন ।
আমাদের জাতকেরা সমাধান করার
চেষ্টা করলেও করতে পারে ।