আমার ভীষণ ইচ্ছে করে
ডিঙি নৌকা চড়ে
নদীর জলের ‘পরে
ভেসে যেতে দূর অজানায়
মাঝির মতো করে।
বন বনানী দীগন্ত পাশ
ঘুরবো একা একা
হৃদে খুশির রেখা
পৌঁছে যাবো কতই না দেশ
হবে ভুবন দেখা।
সন্ধ্যাবেলায় জোনাক আলো
জ্বলবে দূরের বনে
ভয় পাবোনা মনে
চলবো আমি নৌকা নিয়ে
অসীম সাহস সনে।
পাহাড় সাগর সকল ঘুরে
আসবো আবার ফিরে
আমার গ্ৰামের নীড়ে
গল্প শুনতে বন্ধুরা সব
থাকবে আমায় ঘিরে।