ইচ্ছে যদি করিস সব করতে পারিস,
আমার স্বপ্নের মতো স্বাধীনতা দিয়েছি তোকেI
যদি ইচ্ছে করে পাখীর মতো উড়ে যেতে পারিস দেশে-দেশান্তরেI
কেড়ে নিয়ে আসতে পারিস আমাদের
স্বপ্ন বা স্বপ্নভঙ্গের হাজারো চিঠিI
তুই ইচ্ছে করলে সব করতে পারিস,
আত্মমগ্ন হয়ে সুরকে ছুঁয়ে গান গাইতে
পারিস প্রেম আর ভালোবাসার!
নয়তো আমার হৃদপিণ্ডের ঘরদুয়ার
ভেঙ্গে করে দিতে পারিস সব ছারখার!