আমরা মিথ্যেই খুঁজে বেড়াই,
ঠিক কি খুঁজে বেড়াই আমরা নিজেরাই জানি না!
তবু খুঁজি
নিরন্তর চলে অনুসন্ধান !
এইভাবে খুঁজতে খুঁজতে একসময় ক্লান্ত হয়ে পড়ি,
তখন সব বন্ধ করে দিই।
জীবনের না পাওয়ার যন্ত্রনাগুলোকে নিয়ে
তখন আর ভাবতে ইচ্ছা করে না,
একদম ইচ্ছা করে না।
একটা সময়ের পর আমরা সবকিছু নতুন করে
একটু অন্যরকম ভাবে ভাবতে শুরু করি।
ঐ না পাওয়ার যন্ত্রনাগুলোকে তুড়ি মেরে
উড়িয়ে দিতে সক্ষম হই ।
তখন পৃথিবীটাকে নিজের মনে হয়,
খুব কাছের খুব আপন মনে হয়।
তখন আর কোনোকিছু মিথ্যা দিয়ে ঢাকা দিতে হয় না।
তখন সত্যিটাকে নিজের মত করে অন্ধকার,বদ্ধ কুঠুরির মধ্য থেকে বের করে উন্মুক্ত আকাশের নিচে
মেলে ধরতে ইচ্ছা করে।
আর দেখি আমাদের ইচ্ছাগুলো তাদের ডানা
ফিরে পেয়েছে,
যা একসময় জোর করে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।