মাঝে মাঝেই মনে হয় অনেকটা অবাধ্য হই,
কিছুটা নিয়ম ভাঙি,
ইচ্ছে করে বাউন্ডুলে হই।
বাঁধা পড়বো না তাই।
ইচ্ছে করে লাল মেঠো পথ ধরে
হেতাল বনে পথ হারাই।
আকাশের বুকে হোক তীব্র বজ্রপাত।
গর্জে উঠুক মেঘ একরাশ ধমকে,
নিমেষেই ফিরে আসুক মন জুড়ে
এক অদৃশ্য শৈশব!
মাঝে মাঝেই মনে হয় অনেকটা অবাধ্য হই,
কিছুটা নিয়ম ভাঙি,
ইচ্ছে করে বাউন্ডুলে হই।
বাঁধা পড়বো না তাই।
ইচ্ছে করে লাল মেঠো পথ ধরে
হেতাল বনে পথ হারাই।
আকাশের বুকে হোক তীব্র বজ্রপাত।
গর্জে উঠুক মেঘ একরাশ ধমকে,
নিমেষেই ফিরে আসুক মন জুড়ে
এক অদৃশ্য শৈশব!