শব্দের গা থেকে
সহস্র সূর্যের উদয় না হওয়া পযর্ন্ত
প্রতিটা ধারলো অন্ধকারকে
পা দিয়ে কুচি করব
এই তো এক ইচ্ছে
অথচ-
ইচ্ছে ঘরের চাল টা বড্ড ফাঁকা
একটা একটা করে
খড়কুটো জোগাড় করতে বসেছি
ছায়া চাই
রঙিন মোহগুলো
রাস্তা কাটে বারবার
কুসংস্কার আমার
জন্মগত শত্রু
শব্দের গা থেকে
সহস্র সূর্যের উদয় না হওয়া পযর্ন্ত
প্রতিটা ধারলো অন্ধকারকে
পা দিয়ে কুচি করব
এই তো এক ইচ্ছে
অথচ-
ইচ্ছে ঘরের চাল টা বড্ড ফাঁকা
একটা একটা করে
খড়কুটো জোগাড় করতে বসেছি
ছায়া চাই
রঙিন মোহগুলো
রাস্তা কাটে বারবার
কুসংস্কার আমার
জন্মগত শত্রু