জড়িয়ে জাগবে বলেও
অচেতন দূরে দূরে সতেচন বৃত্ত গড়েছো।
মিলনে মাতবে বলেও
মেলার কেন্দ্রপীঠে তামসিক পাঁচিল তুলেছো ।
ইতিহাস ভেঙে গেছে
দ্বারকার নলবনে আত্মঘাতী ঝড়ে !
তবুও , একজোট গোষ্ঠী মিছিলে
ঘন ঘন ক্ষমতার ঐক্যপতন ।
সরিয়াল ভাষা ভুলে
যে যার সে তার মতো
প্রতিযোগী পাতা -খাওয়া
হয়তোবা মানব নিয়তি ।
আসলে ,
সমষ্টির মোড়কে মোড়া
ব্যক্তিরই মুষ্টি লোভ
সমবায় স্বপ্নের ভিতে
নিজস্ব বিজ্ঞাপনের
দাম্ভিক স্ট্যাচু হতে চায় ।
আগামী আশার তাই অনিশ্চিত অসুখ সারে না !