আশা নিয়ে পথ চলা প্রতি পলে পলে।
মাতা পিতা বসে আছে চোখে আলো জ্বেলে।
ছেলে মেয়ে হবে বড়ো রোজগার হবে।
দুঃখ যাবে ঘুচে শেষে মনে আশা রবে।
সৎ কাজে পরিশ্রমে আগুয়ান হও।
সৎ চিন্তা সৎ সঙ্গ মনে গেঁথে লও।
নিষ্ঠা শিক্ষা দীক্ষা কর্মে মন দাও সবে।
চলো এই পথ ধরে ফল ঠিক পাবে।
আশার বাঁধন শক্ত ফস্কা গেরো নয় ।
জীবন বোধের পাঠ ছোটো থেকে হয়।
মেনে চল এই পাঠ নিত্য দিন মান।
উন্নতি আসবে জেনো. পাবে শীর্ষ স্থান।
আশায় ভরসা আনে মান আসে পিছে।
নিরাশায় হতোদ্যম রাগ করো মিছে।