অনন্তকাল রহিব এমনই জেগে
প্রতীক্ষা অন্তহীন–
দিগন্ত রেখার ওপারে
রয়েছো কি দাঁড়ায়ে
মনযমুনা বয় তোমাপানে সবেগে!
কতকাল হয়ে গেল
সযতনে মালা গেঁথেছি
তোমার তরে হে সখা,
হৃদয়-তন্ত্রীতে সুর সেধেছি।
এ’নিঠুর সংসার সবই তো নিয়েছে কেড়ে
শুধু একবিন্দু মায়ার পরশ
দোলে আজো তোমার গলেতে
বহু যুগ হতে , রয়েছি তোমাতে !
ভাবনার নদী বয়ে চলে—
এঁকেবেঁকে জগৎস্ংসার ছাড়িয়ে বহূ দূরে।
তবু এ’অবুঝ মন আশা-তরী
বেয়ে চলে একাকী দূরে,বহু দূরে এক আঁধারে!!!