খাদের কিনারে দাঁড়িয়ে থেকেছি কত যুগ!
প্রতি মুহূর্তে পদস্খলনের ভয়।
তবু স্থির অবিচল
একটু অসাবধানতায় টেনে নিয়ে যাবে
অতল গহ্বরে।
যেখানে আলো নেই, বাতাস নেই, নেই পাখির কলকাকলি!
দেখেছি অসহ্য যন্ত্রণা আর হাহাকারের হাতছানি।
তীক্ষ্ণ আর বিষাক্ত নখের আঁচড়
ক্ষতবিক্ষত নরম মাংসল হৃৎপিন্ডটা।
ঝড় উঠেছে, প্রচন্ড ঝড়
খাদের কিনারে দাঁড়িয়ে থেকে আঁকড়ে ধরেছি
ছোট কিন্তু শক্ত অবলম্বন।
প্রাণপন চলেছে লড়াই, ঝড়ের সঙ্গে লড়াই।
আজ আর ঝড় নেই
চারপাশটা কেমন শান্ত হয়ে গেছে
ঐ যে অবলম্বনটা আজ মহীরুহ।
মৃত্তিকার অনেক গভীর পর্যন্ত ওর শিকড় বিস্তৃত হয়েছে!
ঘন, শীতল ছায়ায় তৃপ্ত।
আজ আর ভয় করে না পদস্খলনের।
কঠিন আর বন্ধুর পথও ক্রমশঃ মসৃণ হচ্ছে।
অন্ধকারের অতল গহবরে একটু একটু করে
আলোর প্রবেশ ঘটছে!
তীক্ষ্ণ নখর হাতছানি দিতে পারে না আর।
আলোর পথ ধরে হাঁটতে হাঁটতে
নতুন করে বাঁচতে শিখে গেছি।
নতুন পথ, হার না মানার পথ
আমি চলব তোমার সঙ্গে…….