আলোর ফিনকি চোখে , চোখ ঝলসে যায়
এতো আলো কেন ?
আলোর রাজপথে আলো গাদাগাদি
পিষ্ঠ হয় আলোর আঁধারে ।
রাতের ভিতরে রাত মিশকালো রাতে
কষ্টে আছে বড় , চক্ষুষ্মানও অন্ধ হয়ে যায় ।
সমীচীন আলো ঢালো তাদের কর্নিয়ায় ।
যতটুকু প্রয়োজন তার বেশি হলে
কীভাবে ছড়াবে বৃক্ষ নাতিশীতোষ্ণ হাওয়া !
অসহ আলোর কলরবে পাখিরাও বিনিদ্র থাকে
অনিদ্রায় ভুগে শীর্ণ স্বরে কীভাবে বসাবে সুর !
বোবা হবে অরণ্যের কান ?
প্রবল আলোর বাণে বিক্ষত আকাশের নদী
অন্ধ হবে মেঘের মাস্তুল ?
উচ্ছৃঙ্খল নালে সংযমী লাগাম পরাও ।
এ অসভ্য আলোর দম্ভ দূষণে
আক্রান্ত যে স্বয়ং সংগ্রাহক প্রণম্য প্রমিথিউস !