আরও একবার ফিরে আসতে চাই
আদিম লতাগুল্মতায় ,প্রতিষ্ঠান বিরোধী বুকে সাহস ভরে,
জোর করে যারা কিনে নিতে চায় সাধনার জ্ঞানের সফলতা,
ছিনিয়ে নিতে চায় ত্রাসের সঞ্চারে সতীত্বের আবরণ,
খিদের বাজারে স্তনখুলে দেখতে চায় শারীরিক সৌন্দর্য
ফিরে আসতে চাই জেহাদে,নির্ভীক মৃত্যুকেই সাথে করে।
সতীর সিঁথি পবিত্র সূর্যালোকে রাঙানোর কামনায় –
আরও একবার ফিরে আসতে চাই।
ফিরে আসতে চাই ,
গলিত সমাজের পচাহাড়ে, বাঁচার মাংস গজাবার বাসনায়
প্রচন্ডতার নিরাংকারে- প্রচার বিমুখে ডেকে-
প্রতিটি নষ্ট দুপুরে অজস্র বজ্র মুষ্টি তুলে ধরতে চাই
মরতে বসা মনগুলো উজ্জীবিত হবার প্রত্যাশায়-
ফিরে আসতে চাই।
ফিরিয়ে আনতেই ফিরে আসতে চাই,
অষ্টাদশীর নিষ্পাপ লাজরাঙা চকিত হাসির প্রকাশে ,
বনকলমির বেড়া টপকে মিঠে প্রেমের নিকানো আঙিনায়-
নিঃস্বার্থ দান বুকের মাঝে নিতে ক্লান্ত দুপুরে ফিরতে চাই।
নির্ভরতার সামিয়ানার নীচে প্রতিটি বুকে বাঁচার স্বপ্ন জাগুক
চিলেকোঠায় আপরাধ বোধের মিঠে চুমুতে বালবিধবার বুকে জাগুক লুপ্তপ্রেম
পায়রার খোপের ষড়যন্ত্রে যেন না ভাঙ্গে কোন ঘর
ভালোবাসার মানবীকে লোভের পায়ে না সপে কোন বর
মৃতদেহের মুখে গড়িয়ে পড়ুক দুফোটা চোখের জল।
পাপের আলমারির ঘুনধরা ,ছেতলা পড়া কালো টাকার সারুক অনাথের ক্যানসার
অভাবী স্বামীর বুকে মাথা রেখে বঁধুর ধৈর্যের হাসি দেখতেই –
অন্তত আরও একবার ফিরে আসতে চাই।
ফিরে আসতে চাই,ফিরে আসতে চাই,
ধিক্কারকারময় লোলুপ বাসনার জিভ ছিঁড়ে নিতে
প্রীতির আসরে যন্ত্রণাময় অক্টোপাশের বাঁধন ছিঁড়ে
শক্তির দম্ভকে অগ্রাহ্য করে ,নিপীড়নের বুকে ভৃগুর ন্যায় লাথি মেরে-
প্রতিবাদের বিস্ফোরক বুকে করে –
এ বোবা,অথর্ব জনাকীর্নে নিঃশ্বাসের অক্সিজেন ছড়াবার বাসনায়-
আমি ফিরে আসতে চাই, ফিরে আসতে চাই, ফিরে আসতে চাই…।