নিরুপায় তোমার ফেলে যাওয়া বাতাসের পালে
ভাসতে ভাসতে আমি মুগ্ধ ময়ূরপঙ্খী হয়ে যাই ।
তুমি চোখ তুললেই আমার সমুদ্র স্নান
ঠোঁট নাড়ালেই শরৎশাখায় জ্যোৎস্না পান ।
তোমার হরিনাভি কন্ঠের মাঝদরিয়ায়
আমার নীলপদ্মের গান ,
তোমার হংসধ্বণি হাসির ব্যাটে
ছয় বলে ছত্রিশ রান ।
মুহুর্মুহু ম্যাজিকের মদে আমি
বেগতিক মাতাল হয়েছি ।
আর মুগ্ধ করো না আমাকে
আমি পরজীবী পুতুল- সূত্র হয়ে যাবো !