দহন তাপে অঙ্গ জ্বলে সহন করা দায়,
প্রখর খরায় চৌচির মাঠঘাট কাঁদছে চাষি হায়!
মেঘ যে ডাকে জলদ গম্ভীর আশা চোখে ছায়,
আকাশ বেয়ে ধরার বুকে আয়রে বৃষ্টি আয়।
নদী খালবিল হচ্ছে শুখা বৃষ্টির দেখা নাই,
চাতক তিয়াস বুকের মাঝে বৃষ্টি এবার চাই।
ঝমঝমিয়ে আয়রে বৃষ্টি ধরার বুকে তুই,
তোর ধারাতে সিক্ত হবে আজকে পৃথ্বীর ভুঁই।
অঝোর ধারায় পেখম মেলে কেকা ধরবে নাচ,
মনের সুখে ভিজবে চাতক সজীব হবে গাছ।
বৃষ্টি রে তোর টাপুর টুপুর ছন্দে ভরে প্রাণ,
কুঁড়িরা সব পাঁপড়ি মেলে ছড়ায় মধুর ঘ্রাণ।