হিমের পরশ আনবে হরষ
গরম দিনের শেষে,
তাপের মাত্রা করবে যাত্রা
দীর্ণ জীর্ণ বেশে।
কবির কল্পনা চলছে জল্পনা
হিমেল পরশ তরে,
গরম হলকা শরীর পলকা
মরছে উষ্ণ করে।
রুক্ষতা আসে উষ্ণতা ভাসে
কঠিন কঠোর তাপে,
আসে অনাবৃষ্টি আনে অনাসৃষ্টি
গরম তাপের মাপে।
কালবোশেখের ঝড় হাওয়ার দোলায় ভর
তাপের মাত্রা কমে,
হিমেল পরশ আসে ঠোঁটে হাসি ভাসে
গরম খানিক দমে।
হিমেল পরশ হৃদয়ে হরষ
পিড়ি দেবো পেতে,
থাক না বসে খাবি কষে
আমে জামে মেতে।