কবিতার পিছনে জীবনটা কাটিয়ে দিলাম ?
এ আমি কি করলাম ?
আমার স্ত্রী ;পুত্র
বন্ধুবান্ধব
পাড়া-প্রতিবেশী
কেউই আজ আমার কাছে নেই
কেউই আজ আমার পাশে নেই
তবুও কবিতা লিখে চলেছি আজও
কবিতার পিছনে ছুটতে গিয়ে আমি সব হারালাম..!
কবিতার পিছনে জীবনটাই কাটিয়ে দিলাম..!
এ আমি কি করলাম ?
এরকমভাবে কবিতার পিছনে না ছুটলে
অনেক টাকা কড়ি করতে পারতাম
বউয়ের ভালোবাসা পেতে পারতাম
আমার কত মাতাল বন্ধু হত
আমার কত প্রেমিকা হতো
সুন্দরী সুন্দরী রমণীদের নিয়ে কত লাক্সারি হোটেলে ঘুরতে পারতাম
মদ ;সিগারেট ;জুয়া ;সাট্রা খেলাধুলা করেও
আবার কত মেয়ে মানুষের সাথে নাচানাচি করতে পারতাম
আমি ওসব কিছুই ভোগ করতে পারলাম না।
পারলাম না উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে
সমাজের উচ্চ স্থানীয় মানুষদের সাথে নিজেকে তুলে ধরতে
কবিতার মাঝে জীবনটা শেষ হয়ে গেল
শেষ যখন হয়েই গেছে
তবুও পুরোটা শেষ হওয়ার আগে আরো কিছু কবিতা লিখে যাই
কবিতা ছাড়া যে আমার কোন পথ নাই
মনুষ্য সমাজে জনজাগরণের সূত্রপাতে নিজেকে রাখতে চাই।
কবিতাই হোক আমার শেষ আশ্রয়
কলমটাই হোক আমার শেষ ঠিকানা
কবি পরিচিতিটাই হোক আমার আমৃত্যু পরিচয়।