আমি সেই মেয়ে
কালো রূপের ফোঁটা কপালে
ছোটো থেকে বড় হওয়া
কালো টিপ প’রে ভালে।
আমি সেই মেয়ে,
অন্যায় সহ্য করতে শেখা,
দাঁতে দাঁত চেপে রেখে,
কণ্ঠ রোধ করে, বিষ পান,
সারাক্ষণ মানা ঠিক বেঠিকের রেখা।
আমি সেই মেয়ে
সরকারি বড় চাকরি করি
হারিয়ে দিয়ে সবাই কে তবে পাওয়া,
সম্মান আমি মাথায় ধরি।
আমি সেই মেয়ে
অনেকের দাবি আমার পরে,
ছুটে আসা আদরের হাত,
কোথায় ছিল লুকিয়ে সদা,
স্নেহের পরশ মাথায় ধরে।
আমি সেই মেয়ে
উচিৎ জবাব দিয়েছি কষে,
রঙ নিয়ে যারা করত বড়াই,
ঝামা দিয়েছি মুখে ঘষে।
আমি সেই মেয়ে
স্বাধীনচেতা আমলা এখন,
সেলাম জোটে দুই বেলা,
গর্ব ছুঁয়ে যায় তখন।