অন্তর আত্মার আহুতি ঘটছে প্রতি মুহূর্তে,
নিঃস্পৃহ হচ্ছে অনুভূতির তীক্ষ্ণ কোষ সকল l
সূর্য মিশেছে গোধূলি লগ্নের সীমায়,
রক্তাক্ত আকাশে অবিশ্বাসের অনল আঘাতে হিয়া জ্বলে পুড়ে ছারখার,
অদৃশ্য ধোঁয়ায় চোখের কোণে নীরব যন্ত্রণা l
তোমার ব্যবহার আমার জীবন শক্তিকে দুর্বল করে নিয়ে যাচ্ছে ভূশুন্ডীর মাঠে l
শস্যহীন অনাবাদী উর্বর জমিন এখন বন্ধ্যা জীবন হতে মুক্তি চায় l
ক্ষিপ্ত যুদ্ধজয়ীর ন্যায় আমার হৃদয় সমুদ্রে তান্ডব চালিয়েছো,
আমি তো ঘূর্ণিঝড় চাই নি! !
রৌদ্র কেড়ে নেওয়া অবিশ্বাসের কালো মেঘ, স্পর্শ করেছে জমাটবদ্ধ বেদনার পাহাড় l
নীরব বিবেকের দ্বারে স্বগতোক্তির মত নিজের কথা নিজেকেই বলি l
আমি চাই লিখতে মুক্তির আস্বাদের কবিতা কিন্তু,
কলমের ডগায় ঝড়ে পড়ে আগুন, ক্রোধ, ক্ষোভ l
জীবনের আলো কমে এসেছে,
দিগন্ত ঝাপসা , আঁধার l
তাই তিক্ত স্মৃতিগুলোর কবর দিয়েছি l
আমি মুক্তিকামী ll