হাজার বছর ধরে পথ চলেও ,
ফুরাল না পথ ?
সে হোক না ! !
গলি-ঘুঁজি বা
রাজপথ,
একইভাবে চলে যাই,
যে কোন রূপে বা যে কোন নামে।
সব পরিচয় মুছে যায়,
পৃথিবীর সৃষ্টি স্থানে এসে,
নারী তুমি ,
বন্ধ করো, সৃষ্টিসুখের উল্লাস;
উজাড় হোক মানব জমিন,
তুমি সুখটান দাও
কষে।
হাজার বছর ধরে পথ চলেও ,
ফুরাল না পথ ?
সে হোক না ! !
গলি-ঘুঁজি বা
রাজপথ,
একইভাবে চলে যাই,
যে কোন রূপে বা যে কোন নামে।
সব পরিচয় মুছে যায়,
পৃথিবীর সৃষ্টি স্থানে এসে,
নারী তুমি ,
বন্ধ করো, সৃষ্টিসুখের উল্লাস;
উজাড় হোক মানব জমিন,
তুমি সুখটান দাও
কষে।