আমাকে তুমি যেমনটি ভেবেছিলে
আমি ঠিক তেমনটি নই,,,
নই আমি কোনো লাজুক
লজ্জাবতী লতা,
অমরত্বের প্রত্যাশা আমি করি না
তোমার দৃষ্টি থেকে যোজন দূরে
কুয়াশার চাদরে মোড়া আমি
ষোড়শী যৌবনস্নাত
দীঘল চোখের গভীরে লুকাই
প্রেমিকা মন আজও,,,
তোমাকে ভালোবাসতে আমি শিখিনি,,,।
নিলাজ আমি,,,
রেটিনা ভেদ করে বিরহী বেদনার
নীল রঙ আমি আকাশে ছড়িয়ে দিইনি,,,
স্মৃতির যন্ত্রণায় কুঁকড়ে
উন্মাদ প্রলাপের ছন্দে
তোমার হৃদয়ের গোপন অলিন্দে
বিচরণ আমি করিনি,
নবান্নের ঘ্রাণে পাগল
প্রেমের ভাবনা যত
অরণ্যের সবুজে আমি কখনও মেলে ধরিনি,
যেমনটি তুমি ভেবেছিলে
আমি ঠিক তেমনটি নই,,,।
পূর্ণ যৌবনবতী চাঁদের আলোয়
তোমাকে চাইনি কখনও ,
হেমন্তের ব্যস্ততায় কিংবা
আলো আঁধারির নির্জন ব্যাকুলতায়
পাশে চাইনি কখনও,
কোনো প্রশ্ন নেই মনে
তাই স্তব্ধ সময়ের কাছে
কোনো উত্তরের অপেক্ষায় আমি থাকিনি,
সত্যি বলছি, আজও
তোমাকে ভালোবাসতে আমি শিখিনি,,,।
রূপ বৈচিত্রের সকল মাধুরী মিশিয়ে
কুয়াশার ধুম্র কাটিয়ে
ছায়াঘেরা সন্ধ্যার শিরশির বাতাসের রূপকথা আমি বুনিনি,,,
চোখের কাজলে অস্পষ্ট জীবনরেখার
আঁকিবুঁকি আমি কাটিনি,,,
অনিবার্য বদলের স্বপ্ন
শোনার আকুল তৃষ্ণা নিয়ে
সাগরের বিধ্বস্ত ঢেউয়ের ছন্দে
তোমার বিদগ্ধ প্রত্যাখ্যান আমি চাইনি,
তাই, তোমাকে ভালোবাসতে আমি শিখিনি,
আমাকে তুমি যেমনটি ভেবেছিলে
আমি ঠিক তেমনটি নই,,,।