আশেপাশে, যাদেরকে আমি জানি, চিনি ,
সবাইকে ধন্যবাদ, আমি সবার কাছেই ঋণী ।
কিছু কিছু অভিজ্ঞতা, ভোলা সম্ভব নয় কোনদিনই ।
যেমন সময়ের হাসি মুখগুলো ,
কেমন যেন অদৃশ্য হয়ে গেল, চোখে দিয়ে ধুলো ।
মাঝে মাঝে ইচ্ছে হয়, নিই প্রতিশোধ ।
কিন্তু ওদের দ্বারাই মন পেয়েছে বাস্তববোধ ।
ওদের কথাগুলো মনে রবে অক্ষরে অক্ষরে ।
ওরা যে অনেক কিছুই শিক্ষা দিয়েছে মোরে ।
এখন বিপদে সঙ্গী না পেলে কাঁদি না ।
সুখের পায়রাগুলোকে আর মায়াডোরে বাঁধি না ।
কাকের আশায় ছড়াই নাগো ভাত ।
একাকিত্বের মাঝেও ঠিক কেটে যায় রাত ।
দুঃসময়ে পাওয়া আবজ্ঞাই আমার পাথেও ।
এত ঋণ ওদের কাছে, আমি ভেঙে পড়িনি তাতেও ।