ভোরের মৃদু হাওয়ায়
থরথর শুভ্র শিউলি,
শিশিরের রুপোলি মুক্তো বুকে ধরে
অপেক্ষায় চয়ন লগ্নের জন্য-
কখন লুটাবে মায়ের পায়ে
করিতে সার্থক পুষ্প জীবন।
সমগ্র নিসর্গ জীবন মেতে ওঠে ,
উল্লাস সবার মনে-
আসছে , আনন্দময়ী আসছে,
আসছে – বরাভয়।
ভোরের মৃদু হাওয়ায়
থরথর শুভ্র শিউলি,
শিশিরের রুপোলি মুক্তো বুকে ধরে
অপেক্ষায় চয়ন লগ্নের জন্য-
কখন লুটাবে মায়ের পায়ে
করিতে সার্থক পুষ্প জীবন।
সমগ্র নিসর্গ জীবন মেতে ওঠে ,
উল্লাস সবার মনে-
আসছে , আনন্দময়ী আসছে,
আসছে – বরাভয়।