আমি আর প্রেম
একদিন মুখোমুখি দুজনেই, একই বাঁধাধরা কপালের লিখন, সমাজ আর ভালবাসার বন্য পাঁকে হাবুডুবু খাই আমরা দুইজনেই। কখনো বা পচে মরি বন্ধ গলির জরাজীর্ণ অন্ধকারে,
গরম কফির ধোঁয়ায় কখনো প্রেম উষ্ণতা প্রাপ্ত, কখনো বা গড়িয়ে পড়া পেয়ালার গা বেয়ে নেমে যায় নিচে; অনেক নিচে, গিয়ে মেশে নর্দমার দুর্গন্ধযুক্ত জলাশয়ে।
আর আমি….???
প্রশ্ন করি নিজেকে!!!
ঘুম ভাঙা নিশি রাতে অস্তিত্বের রণনে কামনার প্রজ্বলিত অঙ্গার হয়ে চেয়ে রই, প্রবঞ্চকের মত ধোঁয়াশার প্রদেশে নিবাস আমার, শরীর যেন অন্ধকূপের স্পর্ধিত দম্ভে গর্বিত।
বসন্তের রঙিন বাহার আজ ফিকে, প্রেমের চাতকিনীর মত দীঘলাশ্রু আঁখিপাতের একরাশ আবর্জনার স্তূপে বিলীন আমরা দুজনেই, হৃদয়ের কোণে জমানো বারুদের স্তূপের গন্ধে ছারখার আমি,
আর প্রেম …….???
সেও জ্বলছে চিতার আগুনে; উষ্ণতার তীব্রতায় মন কে পুড়িয়ে করে পরিশ্রান্ত, ভয়ঙ্কর বর্বরতার নেশায় উঁকি দেয় বিষাক্ত মনের গোপনে,
নীরব প্রতিহিংসার আগুনে জ্বলি দুজনেই; কখনো কখনো দুজনে দুজনকে জড়িয়ে কাঁদি, আবার ভালোও বাসি;
কখনও প্রেম আমার হৃদয়ের কোণে বৃষ্টি হয়ে ঝরে, আমি ভিজতে থাকি আকুল নয়নে, শরীর খোঁজে সেই বেয়ে যাওয়া বৃষ্টির শীতলতা , বুঝতে চেষ্টা করে তার গভীরতা।
কখনো আমার অনাবৃত বুকের উপর দিয়ে দম্ভের অহংকারে হেঁটে যায় প্রেম, আমিও তাকে বিষাক্ত কুয়াশার অন্ধকারাচ্ছন্ন চোরা কুঠুরিতে ছুঁড়ে ফেলি,
স্মৃতি আর বিস্মৃতির মাঝে দাঁড়িয়ে থাকি মুখোমুখি আমরা; আমি আর প্রেম……..
তরঙ্গায়িত ঢেউয়ের অদৃশ্য অস্তিত্বের ছায়ায় জড়িয়ে থাকি আমরা একে অপরের সাথে,;ইতিহাসের পাতায় স্বাক্ষর হয়ে রয়ে যায় সেই অনিদ্রিত স্পন্দনের সীমারেখা।