স্বরচিত কবিতার মতো বানভাসি নদী যাপন করি
দুঃস্বপ্নের রাত্রির মতো বিনিদ্র মুহূর্ত যাপন করি
সে শুধুই আমার জন্য আমির যাপন
আমি তো শুধুই একলা আমি নয়
আমার সাথে মুখ্যত আর যা আছে জড়িয়ে
যাপন করি বেঁচে থাকার রোজকার সম্পর্কের সাথে
আমির সেই উত্তাল টানাপোড়েনগুলোও
যাবতীয় ভাঙচুরময়তার মহিমার ভাঁজে ভাঁজে সারাক্ষণ
আমার ভেতরে আমাকেই খুঁজতে থাকি
আর দেখতে থাকি আমি প্রত্নবিদের মতো
ঠিক কতটা খনন করতে পেরেছি আমি নিজেকে
প্রত্ন স্বপ্নগুলোকে নিঃশর্ত নিমিত্ত করে
আমার এই ছায়াচ্ছন্ন অনন্ত যাপনে
আমি তৃষ্ণার্ত জলের শৃঙ্গারে নিরন্তর
অন্তস্থ বিশ্বাসে আমার অন্তহীন আস্থা রাখি অমলিন
এভাবেই নিজেকে অবিরাম খুঁজতে খুঁজতে
আর নিজেকে খনন করতে করতে
আমার ভেতরে প্রতিস্থাপিত করতে থাকি
একে একে আমার আমি,আমার আত্মা ও সত্তা
এবং বানভাসি নদীর মতো কবিতার গভীর গহন ।