“ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।”
আমার মহান দেশ ভারত , কবে আবার শ্রেষ্ঠত্ব পাবে?
আদৌ কি আর কোনো কালে এমনটাও হবে?
‘আশায় বাঁচে চাষা’–শ্রমিক বাঁচে মিথ্যে স্বপ্নে?
হাজারো ,লাখো শ্রমিক,কৃষক অনাহারে ম্রিয়মান।
মিথ্যের বেসাতি করেন মহান দেশের সকল নেতাগণ!
ভোটের দামামা দেশজুড়ে , মৃত্যু নিয়ে চলে মিটিং,
এ’যেন খেলনা-বন্দুক ছোঁড়া সিনেমার শুটিং ( ? )
“মানুষ মানুষের জন্য” “জীবন জীবনের জন্য”
কবির কল্পনা বৈ তো আর যেন কিছুই নয়—
এমনি এ’দেশের শাসক ,শোষক ভিন্ন আর নয়!
এ’দেশ তোমার, এ’দেশ আমার ,এই দেশ আমাদের,
এ’দেশের মানুষ তুমি, এ’দেশের মানুষ আমি—
আমরা সকলে , সকলের। এসো ,হাতে হাত
রেখে ,চলো প্রতিরোধের প্রাচীর গড়ে তুলি।
এসো, মানুষের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলি—,”ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে”!