আমি তোমার এক জনম দুখী জায়া ,
নমি প্রভু তোমার চরণতলে ,
ছাই মাখা ওই ধূসর পদধূলি ,
পাই যদি গো একটিবারে ,
পরম সুখে মাথায় লইবো তুলি ।
সবাই বলে রাগটা আমার বড্ড বেশী !
জানো বাবা,আমি বড্ড অভিমানী !
আমি যে তোমার ছোট্ট রুদ্রাণী ।
ঘোর কলিতে ছুটছে জীবন মুঠোয় বন্দী করে ,
সবাই ভীষণ করজোড়ে প্রযুক্তিরি দ্বারে ,
ফেকী জীবণ ডুকরে কাঁদে ফেকের দুনিয়াতে ।
তুমি বাবা বড্ড সাদা,খামখেয়ালী,জগৎভোলা ;
এত্ত ভালো সয় না করো,সবাই দলে পায়ের তলে
তোমাকেও যে শিখতে হবে ,
বদলে গিয়ে যুগের তালে তালে ।
তবেই তুমি যোগ্য স্বামী ; যোগ্য পুরুষ
যোগ্য প্রেমিক হবে ।