সূর্যপুরে গ্রামের বাড়ি
পিছু টানে কত।
বাউল কাকার ভাটিয়ালি
শুনি আগের মতো।
নদীর পারে গোধূলিতে
যাত্রাপালার আসর।
ঝনঝনানি ভালো লাগত
বাজত শুধু কাঁসর।
আমার বাংলা অপরূপা
সবুজ শস্যে ভরা।
ফুলে ফলে ভরা বাগান
নানান রূপের ধরা।
তিতলিরা সব উড়ে বেড়ায়
রঙিন পাখা মেলে।
ফুলের মধু খাবে বলে
আসে দলে দলে।
মাঠে মাঠে চেয়ে দেখি
সোনার বরণ ফসল।
শহরেতে থাকি আমরা
বুঝি নকল আসল।