রূপের রানি বাংলা জানি
অতুল শোভায় ভরা,
শস্য শ্যামল সোনার ফসল
ভরা বাংলার ধরা।
বাংলার মাটি বেজায় খাঁটি
অন্ন যোগায় চাষা,
এ যে সোনার বাংলা আমার
পুরায় শত আশা।
বিহান বেলা করে খেলা
পাখি সুরে তানে,
মুখরিত অন্তর হৃদয়
তাদের মধুর গানে।
জেলে তাঁতি সকল জাতি
বাস করে এক সাথে,
সবাই সুখে হাসি মুখে
কাটায় দিনে রাতে।
বর্ষ মাঝে ঋতু রাজে
রূপের কতই বাহার,
ফসল ফলে খেতে জলে
করি সুখে আহার।